ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়
সূচিপত্রঃঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়
ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়- ঝাপসা ছবি স্পষ্ট করার ওয়েবসাইট ও অ্যাপস
ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করার যায় এই সম্পর্কে যদি জানতে চান তাহলে পড়তে থাকুন। আপনি হয়ত অনলাইনে অনেক খুজা খুজি করেছেন যে, একটা ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়। কেননা একটা ঝাপসা ছবি দেখতে ভালো লাগে না আর এই ঝাপসা ছবি আমরা কোন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি না আমাদের ফোনের ক্যামেরার পিক্সেল অনেকটা কম হয় যার কারণে আমাদের ছবিগুলো স্পষ্ট বা ক্লিয়ার আসে না।
এজন্য আমরা ফেসবুক প্রোফাইল পিকচার হিসেবে কখনো পোস্ট করতে পারি না এমনকি টুইটার, ইনস্টাগ্রাম, ইত্যাদিতে ছবি আপলোড দিতে পারি না আমরা প্রায় অধিকাংশ মানুষ এই সমস্যায় ভুগি বিভিন্ন সুন্দর মুহূর্তের ছবিগুলো তোলার পরে ঝাপসা হয়ে যায় ক্লিয়ার আসে না। এর জন্য আমরা প্রতিনিয়ত অনলাইনে খোঁজাখুঁজি করি যে, ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়।
হ্যাঁ, আপনি সঠিক জায়গায় এসেছেন এ পোস্টে আমরা এমন কিছু ওয়েবসাইটের কথা বলব যেখান থেকে আপনি সহজেই আপনার ঝাপসা ছবিকে স্পষ্ট করে নিতে পারবেন এবং তা facebook, instagram, twitter এস্পষ্ট করা যায় এ বিষয় নিয়ে কয়েকটি ওয়েবসাইটের সাথে পরিচিত হওয়া যাক,
Remini অ্যাপস
এখন পর্যন্ত Rimini এই অ্যাপসটি ঝাপসা ছবি স্পষ্ট করার দিক দিয়ে প্রথম এ আছে। এই অ্যাপসটি দিয়ে আপনি যেইকোন ঝাপসা ছবি স্পষ্ট করতে পারবেন। এইটি ব্যবহার করার জন্য, আপনাকে প্রথমে আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করতে হবে তারপরে সার্চ অপশনে ক্লিক করে Remini লিখে সার্চ করতে হবে।তারপরে ওই আপ্লিকেশনটি চলে আসবে তারপরে ইনস্টল করতে হবে, ইন্সটল করার পরে ওপেন করতে হবে। তারপরে আপনার যেই ছবিটি ঝাপসা সেইটি এখানে আপলোড করতে হবে তারপরে Ai Inhance এ ক্লিক করলে দেখবেন তারপরে আপনার ঝাপসা ছবিটি স্পষ্ট হয়ে গেছে এবং আপনি আপনার ছবিটির ফলাফল পেয়ে গেছেন।
Picwish অ্যাপস
ঝাপসা ছবি স্পষ্ট করার জন্য এইটি একটি অ্যাপস এইটি ব্যবহার করতে হলে আপনার প্লে স্টোরে গিয়ে Pichwish লিখে সার্চ দিতে হবে তারপরে আপ্লিকেশনটি চলে আসবে ইন্সটল করতে হবে তারপরে ওপেন করে আপনার ঝাপসা ছবিটি আপলোড করেন তারপরে Ai Inhance এ ক্লিক করেন দেখবেন আপনার ঝাপসা ছবি স্পষ্ট হয়ে গেছে,এবং তারপরে আপনার ছবিটি Save অপশনে ক্লিক করে আপনার ছবিটি সেভ করে নেন।এই অ্যাপসটিতে আপনি ৬৯৮/ ৯৩২PX শুধু এই একটি রেজুলেশনে সেভ করতে পারবেন। এছাড়াও এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে শুধু ঝাপসা ছবি স্পষ্ট করাই নয় বরং এই আপ্লিকেশনটির মাধ্যমে যেইকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। সকল সোশ্যাল মিডিয়াতে অনায়াসে আপলোড দিতে পারবেন। আসুন এবার ঝাপসা ছবি কিভাবে
Avaid ওয়েব সাইট
ঝাপসা ছবি স্পষ্ট করার অনেকগুলো ওয়েবসাইট ও অ্যাপস রয়েছে তার মধ্যে Avaid.com এইটি একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট এর মাধ্যমে অস্পষ্ট ও ঘোলাটে ছবিগুলো স্পষ্ট করা যায়।এই ওয়েবসাইটের সবচেয়ে ভালো দিক হলো এটা ফ্রিতে আনলিমিটেড ফটো ডাউনলোড করা যায়, কোন ওয়াটার মার্ক ছাড়াই চলুন জেনে নেই ওয়েবসাইট ঠিক কাজ করে কেমন করে,
আপনি প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন Avaid.com লিখে তারপরে প্রথমে যেই ওয়েবসাইট আসবে সেইটাই ক্লিক করে আপনার সামনে ছবি আপলোড করার জন্য choose a photo এ অপশন এ ক্লিক করে আপনার ফোল্ডার এ নিয়ে যাবে। ফোল্ডার এ যাওয়ার পরে আপনার পছন্দ মত ছবি সিলেক্ট করেন এবং সেইটা ওপেন করেন, ওপেন করার পরে আপনার ছবিটি দেখতে পাবেন এবং ২ টা অপশন দেখতে পাবেন একটা ফ্রি ডাউনলোড করতে পারবেন এবং অন্যটিতে প্রিমিয়াম ভার্সন কিনে ব্যবহার করতে পারবেন।
আপনার যদি প্রিমিয়াম ভার্শন কেনা না থাকে তাহলে ফ্রি অপশনে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিবেন।
শেষকথা
ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় তা আমরা উপরে আলোচনা করে বুঝাতে পেরেছি, অ্যাপস এর মাধ্যমে কিভাবে ঝাপসা ছবি স্পষ্ট করা যায় এবং দুইটি অ্যাপসের নাম দেওয়া হয়েছে এবং কিভাবে কাজ করে সেটাও দেওয়া হয়েছে।অন্যদিকে ওয়েবসাইটের মাধ্যমে ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় সেটা নিয়েও আলোচনা করা হয়েছে এবং একটু ওয়েবসাইটের সাথে পরিচয় করানো হয়েছে। আশা করি এই পোস্টটি পড়ে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।
এই পোস্টটি পড়ে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই মতামত দিয়ে যাবেন। ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url